ভারতের হীরা ব্যবসায়ী নীরব মোদি লন্ডনে গ্রেপ্তার

0
0

ভারতের হীরা ব্যবসায়ী নীরব মোদি লন্ডনে গ্রেপ্তার। ব্যাংকের অর্থ জালিয়াতি মামলায় অভিযুক্তের প্রায় ১৭ মাস পর ধরা পড়লেন তিনি। কয়েকদিন আগেই লন্ডনের আদালতে নীরবের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো। বুধবারই তাকে ওয়েস্টমিনিস্টার আদালতে পেশ করা হবে। সেখানে জামিনের জন্য আদালতের কাছে আপিল করবেন তিনি। যদি সেই আবেদন খারিজ হয়ে যায়, তবে তার পক্ষ থেকে অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। সেক্ষেত্রে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে। ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখা থেকে ১৪ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদি ও তার মামা মেহুল চাকসি। ওই মামলার তদন্ত শুরু হওয়ার আগেই দেশ ছাড়েন দু’জন। এই মামলায় এখনও নীরব মোদির এক হাজার ৮৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কয়েকদিন আগেই লন্ডনের রাস্তায় দ্য টেলিগ্রাফের এক সাংবাদিক নীরব মোদিকে খুঁজে পান। দৈনিকটির প্রতিবেদনে জানা যায়, লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বহাল তবিয়তে রয়েছেন নীরব, করছেন হীরের ব্যবসাও। ওই সাংবাদিক নীরবকে অনেকগুলো প্রশ্ন করেন। কিন্তু সব প্রশ্নেই ‘সরি, নো কমেন্টস’ বলে উত্তর দেন নীরব। এরপর তার প্রত্যার্পণের জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নীরবকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়টি আদালতে পাঠান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here