কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন।দুই নেতা বৈশ্বিক সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলে জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা অল্পের জন্য বেঁচে ফেরায় এবং নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কানাডার প্রধানমন্ত্রী তাঁর স্বস্তির কথা জানান বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওই হামলায় বেশ কয়েকজন বাংলাদেশির হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী।
এ ছাড়া দুই নেতা টেলিফোন কথোপকথনে সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাসবাদ নির্মূলে বিশ্ব সম্প্রদায় একসঙ্গে কাজ করার বিষয়ে ফের ঐকমত্য পোষণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়ে বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ২০ মিনিটের কথোপকথন হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, নিউজিল্যান্ডের ওই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন জেনে কানাডার প্রধানমন্ত্রী স্বস্তি প্রকাশ করেছেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন বলেও জানান প্রেস সচিব।
গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হন। যাঁদের মধ্যে চারজন বাংলাদেশিও রয়েছেন। আর এ হামলাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে ছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা।
সন্ত্রাসী হামলায় বাংলাদেশিসহ ৫০ জনের প্রাণহানির এ ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো গভীর শোক প্রকাশ করেছেন।
প্রেস সচিব ইহসানুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাস্টিন ট্রুডোকে বলেছেন, সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতকে সমর্থন দিয়ে বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।
সন্ত্রাসবাদের বিপক্ষে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে নজরদারি বৃদ্ধির পাশাপাশি সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম কোনো ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করে না এবং সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, দেশ নেই। শেখ হাসিনা ট্রুডোকে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজ থেকে সন্ত্রাস দূর করতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী কানাডায় থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি পলাতক নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, নূর চৌধুরী পালিয়ে কানাডায় রয়েছে। কানাডা খুনিকে বাংলাদেশে হস্তান্তর করলে আইনের শাসনের পক্ষে এটি দৃষ্টান্ত হবে, যাতে তিনি ন্যায়বিচারের মুখোমুখি হন।
জবাবে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এটা আইনি বিষয়, আমরা এটি দেখব।শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়ন ও অগ্রগতির পথে দুদেশের পারস্পরিক সহযোগিতা, সহায়তা ও শ্রদ্ধাশীল অংশীদারিত্ব বজায় থাকবে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং আসন্ন কানাডীয় নির্বাচনে তাঁর সাফল্য কামনা করেন।
জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ জয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।