নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুক এবং কুড়িগ্রামের ডা. সামাদের বাড়িতে চলছে শোকের মাতম। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা ওমর ফারুকের পরিবার। ক্ষতিপূরণের দাবির পাশাপাশি তীব্র খোভ জানিয়েছেন স্বজনরা। অন্যদিকে শোকে নির্বাক কুড়িগ্রামের সামাদের পরিবার। নিউজিল্যান্ডে এ সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখা বেড়ে দাড়িয়েছে ৫০ জনে। শনিবার মসজিদে আরও ১ জনের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ কমিশনার মাইক বুস এ খবর নিশ্চিত করেছেন। এদিকে নিহত ব্যক্তির পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা না হলেও হতাহতদের পরিবারের কাছে প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত এসব মৃতদেহ কারো কাছে হস্তান্তর করা হয়নি।