ফেসবুকে সবচেয়ে বড় কারিগরি সমস্যা : ১০ ঘণ্টা বন্ধ ছিল সারা বিশ্বে

0
0

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক যাত্রা শুরুর পর থেকে এবার সবচেয়ে বড় কারিগরি সমস্যায় পড়েছে। প্রায় ১০ ঘণ্টা ধরে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল প্রায় ৮টা নাগাদ ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কারিগরি জটিলতা কাটিয়ে উঠে।একইসঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং প্রতিষ্ঠানটিরই মালিকানাধীন ইনস্টাগ্রামও বিপর্যয় থেকে মুক্তি পেয়েছে।

এর আগে বুধবার (১৩ মার্চ) রাত প্রায় ১০টা থেকে জনপ্রিয় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপর্যয় দেখা দেয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করে।

সংবাদমাধ্যম বলছে, রাত থেকে ফেসবুকের প্ল্যাটফর্মগুলোতে সমস্যা শুরু হয়। ফেসবুক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করে।এই ১০ ঘণ্টা ফেসবুকে কারিগরি ত্র“টির মাত্রা এতোটাই বড় ছিল, বেশিরভাগ ব্যবহারকারী তাদের আইডিতে কাজই করতে পারছিলেন না।

বিশেষ করে পোস্ট আপডেট, শেয়ার ও ট্যাগ করাসহ সেলফি পোস্টের ক্ষেত্রে ব্যবহারকারীরা স্যরি, সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড এজ ফাস্ট এজ উই ক্যান। বার্তাটি দেখছেন।

এর আগে ২০০৮ সালে ফেসবুক বড় ধরনের কারিগরি সমস্যায় পড়েছিল। তখন ফেসবুকের ব্যবহারকারী ছিল ১৫০ মিলিয়ন। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন। আর শুরুর পর থেকে এবার সবচেয়ে বড় কারিগরি সমস্যায় পড়লো ফেসবুক।

ফেসবুকের পাশাপাশি ফেসবুক ম্যাসেঞ্জার, ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। ফেসবুক এক টুইটার বার্তায় তাদের এই সমস্যার কথা স্বীকারও করেছে। তারা জানিয়েছে, ‘বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারী ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। আমরা দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।

ফেসবুকের এমন সমস্যায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুরু হয় নানা আলোচনা। দ্রুত ভধপবনড়ড়শফড়হি টুইটারে ট্রেন্ডে চলে আসে। প্রায় এক লাখ ৫০ হাজার টুইটারে এ হ্যাসট্যাগটি ব্যবহার করা হয়।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, মূলত বুধবার (১৩ মার্চ) সকাল থেকেই ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়তে থাকেন ব্যবহারকারীরা। এর মধ্যে লগ-ইন সমস্যায় পড়েন ৩৫ ভাগ ব্যবহারকারী, নিউজফিড ব্যবহারের ক্ষেত্রে ৩৩ শতাংশ এবং অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে ৩০ শতাংশ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।

প্রায় ১২ ঘণ্টা আগে সর্বশেষ করা টুইটারে ফেসবুক নিশ্চিত করেছে, এ কারিগরি সমস্যাটি সাইবার হামলা সংক্রান্ত বা ডিস্ট্রিবিউটেড ডেনিয়েল-অব-সার্ভিস (ডিডিওএস) অ্যাটাক্ট নয়।

তবে ধীরে ধীরে বিভিন্ন দেশে এরইমধ্যে সমস্যাটি সমাধান হচ্ছে বলে জানা গেছে। ব্যবহারকারীরা অনেকেই বিষয়টি জানিয়েছেন টুইটারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here