ফেনীর সকল হাসপাতাল-ডায়াগনষ্টিক সেন্টারকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করায় ফেনী শহরের সবকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর জানায়, ‘ফেনীতে পরিবেশ আইন না মেনেই চলছে সেবা খাত, ৩৫টি হাসপাতালের ৩২টির ছাড়পত্র নেই- ৪৮টি ডায়াগনষ্টিক সেন্টারের নেই ৩৬টির’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়। সংশ্লিষ্ট মহলেরও টনক নড়ে। রবিবার পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট সুকুমার সাহা স্বাক্ষরিত একটি কারন দর্শানোর নোটিশের কপি প্রতিষ্ঠানগুলোতে প্রেরণ করা হয়।

ওই চিঠিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পরিবেশ দূষণ করে প্রতিষ্ঠান পরিচালনা করায় আপনার প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকুলে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে অত্র কার্যালয়ে উপস্থিত হয়ে নিম্ন স্বাক্ষরকারির নিকট লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ৪ (ক) (২) ধারা মতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণসহ আইনে নির্ধারিত শাস্তি কার্যকর করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরির্দশক ফাইজুল কবির নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here