খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর মিছিল

0
64

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার দুপুর দেড়টায় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিছিলটি বের হয়। এটি মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম করে মিরপুর ১৩ নম্বর বিআরটিএর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে দলীয় নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুল নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here