ত্বকী হত্যার ঘটনা রাজনৈতিক : অধ্যাপক সিরাজুল

0
0

শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ত্বকীর পিতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। সে জন্য অন্যায়কারীরা তাঁকে জব্দ করার জন্য ত্বকীকে হত্যা করেছে। সমস্ত ঘটনাটা রাজনৈতিক।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ত্বকী একটি বিচারহীনতার প্রতীক’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্র ত্বকীর নিরাপত্তা দিতে পারেনি। ত্বকীর মৃত্যুর পর রাষ্ট্র বিচার করতে পারেনি।

তিনি আরো বলেন, শুধু ত্বকী নয়, তনু ও সাগর-রুনির মতো হত্যাকান্ডের বিচার না হওয়া প্রমাণ করে, দেশের বিচারহীনতার চিত্র কত ভয়াবহ।’তাঁর মতে, দেশ আমলাতন্ত্র ও পুঁজিবাদের কবলের পরে মানবিকতা হারাচ্ছে।

ত্বকী হত্যার বিচারের দাবিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং ত্বকীর বাবা রাফিউর রাব্বি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here