চকবাজার ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে ১১ জনের পরিচয় শনাক্ত

0
0

ডিএনএ টেস্টের মাধ্যমে চকবাজার ট্র্যাজেডিতে নিহত আরও ১১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (এসএসপি) বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি জানান, বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকা-ে ৬৭ জন নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন নিহত হয়। এর মধ্যে ৪৮ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১৯ জনের পরিচয় শনাক্ত করতে সিআইডি ২১টি পরিবারের সদস্যদের ডিএনএন নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত করা হলো।

যাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন কামাল হোসেন (৪০), অসি উদ্দিন (২৩), মোশাররফ হোসেন (৩৪), হাফেজ মো. কাওছার আহামেদ (২৬), আলী হোসেন (৬৫), ইয়াছিন (৩৩), শাহাদাৎ হোসেন (৩০), আবু বক্কর সিদ্দিক (২৭), জুম্মন (৫২), মজিবুর হাওলাদার (৫০), হেলাল উদ্দিন (৩২), আশরাফুল হক (২৭), ইমতিয়াজ ইমরোজ রাসু (২২), মো. সিদ্দিক উল্লাহ (৪৫), মাসুদ রানা (৩৫), আবু রায়হান (৩১), আরাফাত আলী (৩), মো. আলী (২২), মাহবুবুর রহমান রাজু (২৯), এনামুল হক কাজী (২৮), সিয়াম আরাফাত (১৯), ওমর ফারুক (৩০), সৈয়দ খবির উদ্দিন (৩৮), আয়েশা খাতুন (৪৫), নয়ন খান (২৫), আব্দুর রহিম (৫১), জসিম উদ্দিন (২২), জহির (৩), মিঠু (৩৮), সোনিয়া আকতার (২৮), বিল্লাল হোসেন (৪৭), ইসহাক ব্যাপারী (৩০), ইব্রাহিম (৩০), সুজন হক (৫৩), শামসুল হক (৬৮), পারভেজ (১৮), খোরশেদ আলম (২২), রাজু (১৮), সজীব (৩০), জয়নাল আবেদীন (৫৫), আনোয়ার হোসেন (২৮), নাসির উদ্দিন (২২), মো. আনোয়ার হোসেন (৩৫), শাহাদাত উল্লাহ হীরা (৩৩), সাইফুল ইসলাম (৩৪), সোলাইমান (২২), আনোয়ার হোসেন মঞ্জু (৪১) এবং জাফর আহামেদ (৪৫)।

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে অগ্নিকান্ডে নিহত অজ্ঞাত ১৯ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের মধ্যে ৯ জন পুরুষ ও দু’জন নারী। ডিএনএ টেস্টের মাধ্যমে মৃতদেহগুলো শনাক্ত করা হয়।শনাক্ত করা দুই নারী হলেন, নাসরিন জাহান ও ফাতেমা জহুরা। তবে ৯ জন পুরুষের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্তকারী সংস্থাটির এডিশনাল ডিআইজি রেজাউল হায়দার।

তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি অগ্নিকান্ডের ঘটনায় ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। ৫ মার্চ ৪৮ জনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। প্রথম ধাপে সেগুলোর সঙ্গে ৪৮ জন দাবীদারের ডিএনএ প্রোফাইল মেলানো হলে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৩ জনের সঙ্গে ১১টি মরদেহের নমুনা মিলেছে। বাকি চারজনের পরিচয় নির্ণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।তিনি বলেন, দ্বিতীয় ধাপে চারটি অজ্ঞাত মৃতদেহের হাড় থেকে ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়াটি দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। অগ্নিকান্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে একটি বিশেষজ্ঞ দল ডিএনএ নমুনা ( রক্ত, টিস্যু, হাড় ও বাক্কাল সোয়াব) সংগ্রহ করে কাজ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ।

এজন্য ২১ ফেব্র“য়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে ঢামেক মর্গ থেকে মোট ৬৭টি মৃতদেহ থেকে ২৫৬টি ক্রাইম সিন ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৩ ফেব্র“য়ারি একটি বিচ্ছিন্ন হাতকে পৃথক আলামত হিসেবে গণ্য করে সেটি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ফলে মোট সংগৃহীত ক্রাইমসিন ডিএনএ নমুনা সংখ্যা ২৫৭তে দাঁড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here