সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে।বুধবার সকালে সড়ক ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয় সম্পর্কে পরবর্তী সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন চিকিৎসকরা, বলেন ওই কর্মকর্তা।
এদিকে ,এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ হাসপাতালে ব্রিফ করেছেন। এ সময় তিনি জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে যাচ্ছে।
ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিওবার্তায় বাংলাদেশের গণমাধ্যমের কাছে তুলে ধরেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।আবু নাসার বলেন, আমরা আজকে সাড়ে ১২টার সময় সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বসেছিলাম,উই হ্যাভ এ ভেরি গুড ডিসকাশন। আলহামদুলিল্লাহ, আমাদের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটারস দিন দিন ভালোর দিকে যাচ্ছে। উনার কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাডটোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট খুব ভালা আছে।
ডা. রিজভী বলেন, মেডিকেল বোর্ড আগামী দু-একদিনের মধ্যে উনার যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো আছে, সেগুলো খুলে ফেলার চিন্তা করছেন। হয়তো কালকে কিছু খুলে ফেলবেন এবং আগামী শুক্রবার বাকিগুলো হয়তো খুলে ফেলা হতে পারে। এভাবে যদি প্রগ্রেস করতে থাকে, হয়তো খুলে ফেলার চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা।ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা কাদেরের হার্টের বাইপাস সার্জারির কথা ভাবছেন বলে জানান এক বাংলাদেশি চিকিৎসক।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. কোহ সিয়াম সুন ফিলিপের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।এর আগে ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠির পরামর্শে গত সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।
গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা।