প্রধানমন্ত্রী চান উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হোক: নাসিম

0
0

নির্বাচন কমিশনকে উদ্দেশে করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনকে কঠোর থাকতে হবে। কোনো প্রার্থীর মুখের দিকে তাকিয়ে নয়, নির্বাচন সুষ্ঠু-উৎসবমুখর করতে যা যা করণীয় তাই করুন। শুধু কথা নয়, কাজেও প্রমাণ চাই।

মোহাম্মদ নাসিম সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউড মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় এ দোয়া মহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘প্রশাসন ও ইসিকে বলব, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার তাই করবেন। কারণ মানুষ ভোট দিতে চায়। তাই নির্বাচন উৎসবমুখর করার দায়িত্ব আপনাদের।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হোক। নির্বাচন কমিশনকে বলি শুধু কথা শুনতে চাই না, কাজে প্রমাণ চাই।

ঐক্যফ্রন্ট নেতাদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে সংসদের কোনো বিকল্প নেই। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আমরাও চাই সংসদ প্রাণবন্ত হোক। আপনারা শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিন। বাংলাদেশে আন্দোলন করে এখন কিছু হবে না। এখন পথ হচ্ছে একটাই, সংসদে এসে কথা বলা।অনুষ্ঠানের শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কৃষকলীগ নেতা এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here