যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘পিঠা-পুলিতে একুশ উদযাপন

0
34

’যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ‘পিঠা-পুলিতে একুশ উদযাপন’র মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।প্রবাস জীবনে দেশীয় সংস্কৃতির ছোঁয়া এনে দিতে স্থানীয় সময় শনিবার(২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মিশিগানের উইক্সম শহরের কমিউনিটি সেন্টারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশি পিঠা উৎসবের আয়োজন করা হয়।বিকেল সাড়ে পাঁচটার দিকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি দিয়ে সাংস্কৃতিক পর্বের শুরু হয়। এছাড়া রবীন্দ্র সঙ্গীত, লালন সঙ্গীত গাওয়ার পাশাপাশি কবিতা আবৃতি এবং নৃত্য পরিবেশনের আয়োজন ছিল।অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিল বেশ চমক। ছোট ছোট শিশু কিশোর এটি উপস্থাপনা করে। লটারির মাধ্যমে পিঠা নিয়ে আসা দশ জনের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় বাংলাদেশি ব্যান্ডদল ‘রিদম অব বাংলাদেশ’ গান পরিবেশন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here