ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনে অভিযান শুরু বৃহস্পতিবার

0
21

বৃহস্পতিবার থেকে পুরান ঢাকাস্থ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) নগরভবনে মাদক সন্ত্রাস ও অবৈধ দখল করণীয় এবং বর্জনীয়’ মুক্ত আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র সাঈদ খোকন বলেন, র‌্যাব পুলিশের সহযোগিতায় আগামীকাল থেকে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন উচ্ছেদ শুরু হবে। এক মাসের মধ্যে পুরান ঢাকার চেহারা পরিবর্তন করে দেব আমরা।

তিনি আরও বলেন, গুটিকয়েক কেমিক্যাল ব্যবসায়ীর জন্য লাখ লাখ মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে রাখতে পারি না। যে কোন মূল্যে, যত ঝামেলা আসুক, তা মোকাবেলা করে পুরান ঢাকা থেকে কেমিক্যাল উচ্ছেদ করে ছাড়ব।

মাদকবিরোধী অভিযানে প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমন করেছে, সন্ত্রাস দমন করেছে, এখন বাকি আছে মাদক দমন করা। সেটার খুব কাছাকাছি চলে এসেছি। আমরা জনগণকে সম্পৃক্ততা করে এই অভিযানেও সফল হব।

গুলিস্তানের অবৈধ দখল ও হকার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, ‘গুলিস্তানে সর্বমোট সাড়ে ৩ হাজার হকার রয়েছে। যারা কোটি মানুষের যাতায়াতের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্য ঢাকার যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এ হকার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আমরা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করব।

মুক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here