চট্টগ্রাম অঞ্চলে সপ্তম হলো হাটহাজারী সরকারি কলেজ

0
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে ২০১৭ সালে ‘কলেজ পারফর্মেন্স র‌্যাংকিং’-এ চট্টগ্রাম অঞ্চলে দ্বিতীয়বারের মতো সপ্তম ও সদ্য জাতীয়করণকৃত কলেজগুলোর মধ্যে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে হাটহাজারী সরকারি কলেজ। এ নিয়ে কলেজটি দ্বিতীয়বার সেরা কলেজের তালিকায় উঠল।

দেশের ৭১৮টি স্নাতক কলেজের মধ্যে ৩৫৪টি কলেজ পারফরমেন্স র‌্যাংকিংয়ে স্থান পেতে আবেদন জানায়। প্রাথমিক বাছাইয়ে ১৮৯টি কলেজকে র‌্যাংকিংয়ের বিবেচনায় আনা হয়। এর মধ্যে ৫৪.৪১ নম্বর পেয়ে দ্বিতীয়বারের মত চট্টগ্রাম অঞ্চলে সপ্তম স্থানে এবং সদ্য জাতীয়করণকৃত ২৭১টি কলেজের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে হাটহাজারী সরকারি কলেজ।

এ সফলতার জন্য কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দীন বলেন, এ প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে কলেজের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন গভর্নিং বডির সাবেক সভাপতি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও কলেজ প্রশাসনের সুযোগ্য নেতৃত্বের সঠিক দিকনির্দেশনা।

তিনি বলেন, এ সফলতার জন্য কলেজের মূলমন্ত্র ‘শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা’ এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাম-লীর আন্তরিক সহযোগিতা, রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছা ও নিবিড় তত্ত্বাবধান মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। এছাড়া কলেজ প্রতিষ্ঠাতা প্রখ্যাত ইতিহাসবিদ ড. আব্দুল করিমসহ সময়ে যাদের অক্লান্ত পরিশ্রমে এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে বহু চড়াই উৎরাই পেরিয়ে, প্রতিকূল অবস্থা অতিক্রম করে, ভাড়া করা একটি কক্ষে যাত্রা শুরু করা কলেজটি আজ প্রাসাদোপম অবকাঠামোয় দাঁড়িয়ে দেশসেরা কলেজগুলোর একটায় রূপান্তিত হয়েছে।

প্রসঙ্গত, এবারের মতো ২০১৫ সালে ‘কলেজ পারফরম্যান্স র‌্যাংকিং’-এ হাটহাজারী সরকারি কলেজ প্রথমবারের মতো সারা দেশে ১২৪তম স্থান অর্জন করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here