কমান্ডো অভিযানে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত

শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর স্বাভাবিক

0
111

কমান্ডো অভিযানের পর চট্টগ্রাম শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’র মুক্ত হয়েছে জিম্মিদশা থেকে। মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে প্রায় চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে।

১৪৭ যাত্রী ও ক্রুদের নিরাপদে উদ্ধার করে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম বিমান বন্দরটির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার কথা জানানো হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে। এতে বলা হয়- ছিনতাই প্রচেষ্টাকারী ব্যক্তি অভিযানকালে বিমানের অভ্যন্তরে আহত হন এবং পরবর্তীতে মারা যান। ছিনতাই চেষ্টাকালে ‘মাহাদী’ বলে দাবি করে ছিনতাইকারী। তবে তার বিস্তারিত জানাতে পারেনি কেউ। তার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানানো হয়।

ছিনতাইকারীকে কৌশলে কথোপকথনে ব্যস্ত রেখে এ যৌথ অভিযান চালানো হয় বলে ব্রিফিংয়ে সেনাবাহিনীর চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল মতিউর রহমান উল্লেখ করেন। তিনি বলেন, ছিনতাইকারীর বিস্তারিত পরিচয় জানা না গেলেও পরবর্তিতে যাছাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ব্রিফিংয়ে বলা হয়, বিমান বাহিনীর দল পাইলটদের প্রাথমিক ভাবে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে যৌথ কমান্ড অভিযানে অংশ নেয়। ছিনতাইকারী যাত্রীদের ক্ষতি না করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথার বলা চেষ্টা করে বলে বলা হয়।

অভিযানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌ-বাহিনীর সোয়াড, র‌্যাব, পুলিশসহ অন্যান্য সংস্থার চৌকস সদস্যরা অংশ নেন। বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ‘ময়ূরপঙ্খী’ বোয়িং-৭৩৭ মেডেলের। বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। যাতে ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here