মালয়েশিয়ান এক তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলায় বাংলাদেশি এক যুবককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ওই বাংলাদেশির নাম সাইদুল ইসলাম(২৫)। গতকাল শুক্রবার দেশটির আইনের ৩২৬ ধারা অনুযায়ী, মালয় তরুণীকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেয় আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি মালয় ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর ধারালো ছুরি দিয়ে তার মুখে কোপ বসিয়ে দেয় বাংলাদেশি ওই যুবক। রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোতা দামানসারার একটি শপিংমলে এ ঘটনা ঘটার পর পুলিশ তাকে আটক করে। আহত ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাইদুল। কিন্তু তার প্রেমে সাড়া না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছিল বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ বিরোধী ব্যাপক ঝড় উঠে। বাংলাদেশিদের ভিসা বাতিলসহ নতুন করে যাতে মালয়েশিয়ায় কাজের সুযোগ না দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দেশটির নাগরিকরা। দন্ডবিধির ৩২৬ ধারার অধীনে মামলাটি তদন্ত শেষে গতকাল শুক্রবার আদালতে নেওয়া হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়।