মাকে চিঠি লিখে পুরস্কার পেল ১০০ শিক্ষার্থী

0
0

মাকে উদ্দেশ্য করে মাতৃভাষায় চিঠি লিখে পুরস্কার পেল লক্ষ্মীপুরের ১০০ জন শিক্ষার্থী। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাকে নিয়ে চিঠি লেখা প্রতিযোগীতার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপ। এ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম টিপু সুলতান।এতে বক্তব্য দেন- জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সংগঠনের প্রধান সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত, ড্যানি চৌধুরী শাকিক, মারজাহান আক্তার শিমু, নাহিদ ও রূপা প্রমুখ।

আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপের আয়োজনে ‘মায়ের ভাষায় মাকে চিঠি লেখা’ প্রতিযোগীতার এটি চতুর্থ আসর ছিল। এবার জেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১০০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ছয়জন শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here