চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বেস্ট রিসার্চ পেপার অ্যান্ড প্রেজেন্টেশন এওয়ার্ড পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান তারেক। তারেক হাসান আল মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ওই শিক্ষকের ব্যক্তিগত মেইলে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
জানা যায়, পদকটি বিশ্ব বিখ্যাত তথ্য প্রযুক্তি ভিত্তিক সংস্থা আইফ্লাকটেক কোম্পানির সেরা উদ্ভাবনী কাজের বিজয়ী ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটি। প্রতিযোগীতা তিনটি স্তরে গঠিত হয়েছিলো প্রথম পর্যায়ে সব গবেষণাগারের পরিচালকগণ তাদের নিজ নিজ ল্যাব (ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এর সকল পরীক্ষাগার) হতে সেরা বেছে নিয়েছিলেন। তারপর সে রিসার্চ পেপারগুলি বিশেষজ্ঞ রিভিউয়ার দ্বার পর্যালোচনা করা হয় এবং অবশেষে ২০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে উপস্থাপনার জন্য মনোনীত হন। চূড়ান্ত পর্বে ২০ জন শিক্ষার্থীর উপস্থাপনা শেষে জুরি বোর্ড দ্বারা সেরা গবেষণা নির্বাচিত হয়। তারেক হাসান আল মাহমুদ বর্তমানে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নাতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। তিনি জানান, চীনের এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কোন বাংলাদেশী এ পদক পেয়েছেন। গবেষণার বিষয়বস্তু ছিল ‘অ্যারে সিগনারপ্রসেসিং স্পেশালাইজড অন ডিরেকশন অফ অ্যারেভাল ইস্টিমেশন’। এই পুরষ্কারটি চীনে খুবই মর্যাদাপূর্ণ।
এ বিষয়ে ড. তারেক হাসান আল মাহমুদ বলেন, এটি আমার জন্য যেমন গর্বের, দেশের এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও তেমন প্রাপ্তির। গবেষণার মধ্য দিয়েই শিক্ষকের মর্যাদা নির্ধারিত হয়। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।