টঙ্গীর তুরাগ নদীর তীরে দুনিয়া ও আখেরাতের শান্তি লাভের আশায় মহান আল্লাহ তায়ালার দরবারে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশ গ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব এজতেমা মঙ্গলবার শেষ হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার তৌফিক কামনা করা হয়। আগামী বছরের (২০২০ সাল) জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হবে মাওলানা সা’দ পন্থীদের বিশ^ এজতেমা। অপরদিকে একই মাসে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থীদের বিশ্ব এজতেমা অনুষ্ঠাণের তারিখ ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্ব এজতেমার মূল নজমের জামাতের সদস্য মো. হারুন-অর-রশিদ জানান, আগামী বছরের (২০২০ সালের) ৩, ৪ ও ৫ জানুয়ারি টঙ্গীর এজতেমা ময়দানে মাওলানা সা’দ অনুসারীদের ব্যবস্থাপনায় বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ভাবে বিশ্ব এজতেমার সম্ভাব্য ওই তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও চলতি বছরের ২২ হতে ২৬ নবেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী মাওলানা সা’দ অনুসারীদের জোড় এজতেমা অনুষ্ঠিত হবে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দানে।
এদিকে, তাবলীগ জামাতের অপর পক্ষ মাওলানা জোবায়ের অনুসারীরা তাদের বিশ্ব এজতেমার তারিখ আগামী বছরের (২০২০ সালের) ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম দফা এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় দফা টঙ্গীর এজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। এছাড়াও তাদের ৫ দিনের জোড় এজতেমা চলতি বছরের (২০১৯ সাল) ২৯ ও ৩০ নবেম্বর এবং ১,২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা দেন। এবারের বিশ্ব এজতেমার প্রথম পর্যায়ে বিশ্ব তাবলীগ জামাতের মাওলানা জোবায়ের অনুসারীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এজতেমার আখেরী মোনাজাত শেষে গত ১৬ ফেব্রুয়ারি (শনিবার) জোবায়ের পন্থীরা এ ঘোষণা দেন।
তাবলীগের দু’পক্ষের মত বিরোধের কারণে গত বছরের শেষ দিকে (ডিসেম্বর মাসে) দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে ৫৪ তম বিশ্ব এজতেমা। একপর্যায়ে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপে স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাবলীগের বিবাদমান উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ১০ শর্তের ভিত্তিতে দু’পক্ষের ব্যবস্থাপনায় এবারের ৫৪তম বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) হতে নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে টঙ্গীতে টানা চারদিন ব্যাপী তাবলীগ জামাতের এবারের ৫৪তম বিশ্ব এজতেমা শান্তিপূর্ণভাবে শুরু হয়। ওই চারদিনের মধ্যে তাবলীগ জামাতের মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের পৃথক ব্যবস্থাপনায় দু’দিন করে এ বিশ্বএজতেমা অনুষ্ঠাণের কথা ছিল। দু’পক্ষের ব্যবস্থাপনায় এবারের এজতেমায় দু’টি আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম পর্যায়ের এজতেমা নির্ধারিত সময় শনিবার (১৬ ফেব্রুয়ারি) শেষ হয়। এরপর রবিবার (১৭ ফেব্রুয়ারি) মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্যায়ের এজতেমা শুরু হয়। কিন্তু এজতেমা কার্যক্রম শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই সকালে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে এজতেমার কার্যক্রমে বিঘœ ঘটে। ফলে বৈরী আবহাওয়া ও প্রথম পর্যায়ের পর স্বল্প সময়ে দ্বিতীয় পর্যায় শুরুর প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় এ পর্যায়ে একদিন সময় বাড়ানোর আবেদন জানান মাওলানা সা’দ অনুসারী মুরুব্বীরা। এরপ্রেক্ষিতে ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্বিতীয় পর্যায়ের আখেরী মোনাজাত পূর্ব নির্ধারিত সোমবারের পরিবর্তে একদিন পিছিয়ে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠাণের জন্য নির্ধারণ করা হয়। পূনঃনির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার এবারের দ্বিতীয় পর্যায়ের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪ বিশ্ব এজতেমার সকল কার্যক্রম শেষ হয় বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ড দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।