বগুড়ায় বাণিজ্য মেলার র‌্যাফেল ড্র’র নামে সর্বত্র অবৈধ লটারীর ছড়াছড়ি

0
0

বগুড়ায় বাণিজ্য মেলার নামে অবৈধ লটারী ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত। প্রলোভনে এর ফাঁদে পড়ছে শিশু কিশোর থেকে দিনমজুর সহ সাধারণ মানুষ। স্বর্নালংকার মটর সাইকেল সহ নানা ধরনের মুল্যবান পুরস্কারের লোভ দেখিয়ে টিকিট বিক্রির জন্য শহর থেকে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে এই লটারীর টিকিট বিক্রির দু’ শতাধিক ভ্রাম্যমান যানবাহন। অবৈধ লটারীর টিকিট বিক্রি করে সাধারণ লোকজনের নিকট থেকে প্রতিদিন হাতিয়ে নেয়া হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। এর নাম দেয়া হয়েছে- ‘দৈনিক স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’। বগুড়া জেলা প্রশাসন জানিয়েছে, মেলার অনুমোদন থাকলেও লটারীর অনুমোদন নেই,এটা অবৈধ।

বগুড়ায় শহরের খান্দার এলাকায় ১৫ ফেব্র“য়ারি থেকে শুরু হয় বাণিজ্য মেলা। বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হলেও সার্বিক ব্যাস্থাপনায় রয়েছে মেসার্স শুকরা এন্টার প্রাইজ নামে বগুড়ার আলোচিত একটি প্রতিষ্ঠান। মেলার নামে নানা কায়দায় জুয়ার আসর হলেও এর স্বত্বাধিকারীর নাম চলে আসে। তবে মেলার ব্যবস্থাপক আব্দুল মান্নান আকন্দ জানিয়েছেন, মেলার খরচ চালাতে লটারী বিক্রি করা হচ্ছে। চেম্বর অব কর্মার্সকে মেলার জন্য টাকা দিতে হয়েছে বলে তিনি দাবি করেন। খোঁজ নিয়ে দেখা গেছে,বাণ্যিজ্য মেলা হলেও এটা মুলতঃ ডেইলি লটারী নির্ভর মেলা। শুধু মেলা প্রাঙ্গন ও এর সামনে প্রায় ২৫টি ২০ টাকা মুল্যের টিকিট বিক্রি করা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সব মিলিয়ে প্রায় আড়াই শতাধিক স্পটে চলছে অবৈধ টিকিট বিক্রির মহোৎসব।

প্রতি ভ্রাম্যমান ও নির্দিষ্ট পয়েন্টে দেয়া হয়েছে প্রায় ১ হাজার করে টিকিট। ২শতাধিক যানবাহনে প্রতিটি উপজেলার গ্রামাঞ্চল পর্যন্ত টিকিট বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমান এসব টিকিট বিক্রি করা হচ্ছে মিনি ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইক ও রিক্সায়। এছাড়া রয়েছে নির্দিষ্ট পয়েন্ট। মেলার দ্বিতীয় দিনে গাবতলি উপজেলায় অবৈধ এই লটারী মাইকে প্রচার করে বিক্রি করার সময় থানা পুলিশ কিছু সময়ের জন্য ৩টি সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত ইজিবাইক আটক করলেও দু’ঘন্টার মধ্যেই তা আবার ছেড়ে দেয়। শুধু উপজেলা আর গ্রাম পর্যায় নয়। শহরের কেন্দ্রস্থল সাতমাথায় প্রশাসনের নাকের ডগায় অবৈধ লটারী বিক্রি চলছে পুরোদ্দমে। শিশু,কিশোর দিনমজুর থেকে সাধারণ লোকজনই এসব টিকিটের মুল ক্রেতা। শহরের সাতমাথায় জাহাঙ্গীর নামে এক রিক্সা চালক জানালেন,দামী পুরস্কারের কথা শুনে তিনি টিকিট কিনছেন। সকাল থেকে দু’ টাকা রোজগার করে কিনছেন ৪০ টাকা দিয়ে ২টি টিকিট। দিন শেষে তিনি আবার টিকিট নিবেন। এক একজন কিনছেন ৫থেকে ১০টি টিকিট। অনেকে এর চেয়েও বেশি টিকিট কিনছেন।এমনি ভাবে দিনমজুর শ্রেনীর লোকজন সারা দিনের রোজগারের সিংহভাগ ব্যয় করছেন অবৈধ লটারীর নামে জুয়ার পিছনে।

সুত্র জানায়, জুয়াড়ি চক্র মেলার নামে এই অবৈধ লটারী চালাচ্ছে। মেলার সার্বিক পরিচালনায় থাকা বগুড়ার আলোচিত আব্দুল মান্নান আকন্দ জানান, মেলার জন্য এপর্যন্ত তার ১ কোটি ৬৩ লাখ টাকা খরচ হয়েছে। আর দু’ শতাধিক যানবাহনে টিকিট বিক্রির বিষয়টি তিনি স্বীকার করে জানান, এর মাধ্যমে কিছু লোকের তো কর্মসংস্থান হচ্ছে। অবৈধ লটারী চলার বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, মেলার অনুমোদন থাকলেও লটারী অবৈধ। এই লটারী বন্ধে দ্রত তিনি ব্যবস্থা গ্রহন করবেদন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here