নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে একুশে বই মেলার উদ্বোধন

0
0

একমাত্র বাঙ্গালী জাতি ছাড়া অন্য কোন জাতিকে পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য রক্ত দিতে হয়নি। সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে নানা আয়োজনে দুইদিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেছেন, ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

সকালে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, বিএম মেজর ফাহিম মোনায়েম হোসেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নোমান’সহ বিভিন্ন সামরিক বেসামরিক প্রদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও বই প্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা টাউন হলে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। এবার মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক স্টল বসেছে। চলবে আগামী ২দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here