ঢাকার বেশিরভাগ এলাকায় ১২ ঘণ্টার বেশি গ্যাস থাকবে না মঙ্গলবার

0
0

ঢাকার বেশিরভাগ এলাকায় আগামীকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না। মেট্রোরেলের কাজ, গ্যাসের ভালব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। শাহবাগের কাজ শেষ হলে গ্যাস সরবরাহে আর সমস্যা থাকবে না। গ্যাস সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান তিতাস এসব তথ্য জানিয়েছে। শিগগিরই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে চিরুনি অভিযান চালানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে অবস্থিত তিতাসের প্রধান কাযালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়৷ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. কামরুজ্জামান খান (অপারেশন)। এসময় অন্যদের মধ্যে মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আব্দুল ওয়াহাব তালুকদার, পাইপলাইন বিভাগের ডিজিএম প্রকৌশলী সামিউল হক খান সহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।গ্যাস সরবরাহ বন্ধের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করেছে।

এদিকে অবৈধ সংযোগের বিষয়ে প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, অবৈধ সংযোগ শনাক্তের কাজ চলছে। শিগগিরই এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালানো হবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে নাসংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস বতমানে যে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন আছে তা সরিয়ে নতুন করে পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার দুই প্রান্ত বিদ্যমান লাইনের সঙ্গে সংযোগ দেয়া বা টাই ইন করা প্রয়োজন। এ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন।এই পাইপলাইন সারা ঢাকা শহরে প্রধান লাইন হিসেবে বিস্তৃত থাকায় মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টু রোড, বঙ্গভবন,গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশেপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবো, সহ আশেপাশের এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পযন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।একইসঙ্গে ধানমন্ডি, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভালব প্রতিস্থাপন এবং খিলগাঁও এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট পাইপলাইন লিকেজ মেরামতের কাজও করা হবে।

উল্লেখ্য,শুক্রবার রাত ১২টার পর কোনও এক সময় আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) একটি সঞ্চালন লাইনের মধ্যে অবস্থিত গ্যাসকেট (লাইনের ভেতরের কিছু অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ গ্যাসকেট দিয়ে জোড়া দেওয়া হয়) ফেটে যায়। এতে আশুলিয়া, সাভার, মিরপুর, মোহম্মদপুরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর মেরামতের জায়গা নির্ধারণ করে মেরামত কাজ শুরু করা হয়। রোববার গ্যাসের সংযোগ স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here