চার’শ বছরের ঐতিহ্যবাহী আজও ধরে রেখেছে বগুড়ার পোড়াদহ মেলা। গ্রামীন এই মেলাকে কেউ বলেন মাছের মেলা, কেউ বলেন জামাই মেলা আবার কেউ বলেন সন্ন্যাসীদের মেলা। তবে স্থানীয় নাম পোড়াদহের মেলা। আজ বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চারশ বছরের ঐতিহ্যবাহী সেই পোড়াদহের মেলা। বিশাল আকারের মাছ, রকমারী মিষ্টি ও নানা আসবাবপত্রের বেচাকেনার জন্য এই মেলার খ্যাতি রয়েছে।
বাঙালীর লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ গ্রামীণ মেলা। আর মেলা মানেই নানা মানুষের সম্প্রতির বন্ধন-সন্মিলন। বগুড়ার পোড়াদহের মেলা এমনি একটি প্রাচীন মেলা যা মাছের মেলা নামে পরিচিত। মেলায় এবার সবচেয়ে বড় বাঘার মাছটির ওজন ছিল ৭০কেজি। দাম হাকা হয়েছে ১ হাজার ৬শ টাকা কেজি দরে। এছাড়া ১০ থেকে ২০ কেজি ওজনের রুই ,কাতল সহ বিভিন্ন ধরনের মাছ উঠে মেলায়। মেলায় বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৃহৎ আকারের মাছ মেলার অন্যতম আকর্ষণ। তাই এটি এখন মাছের মেলা হিসাবে বেশি পরিচিত লাভ করেছে।
মাছের মেলা হলেও বগুড়ার পোড়াদহের মেলার আরেক আকর্ষন হল বড় আকারের সব মিষ্টি। এবার মেলায় ছিল ১০ কেজি ওজনের মিষ্টি সহ বাহারী নামের সব মিষ্টি। বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গন ছিল উৎসব মুখর। শহরের দূর দূরান্ত থেকে খানিকটা গ্রামীন আবহ পেতে মেলায় ভীড় করে শহুরেরাও। অনেকে কেনেন তার আনুসাংগিক জিনিস পত্র।
বগুড়ার গাবতলি উপজেলায় মহিষাবান ইউনিয়নের ইছামতি নদী সংলগ্ন মাঠে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার এই মেলা বসলেও এবার পুরাতন স্থানে মেলা না হয়ে অন্য একটি স্থানে মেলা বসেছে। অনেকের কাছে এটি সন্ন্যাস মেলা হিসাবেও পরিচিত বংশ পরম্পরায় আয়োজন করা হয় এ মেলাটি। মেলা উপলক্ষে এলাকায় জামাই উৎসবও চলে।
বাঙালীর প্রাণের উৎসব এই গ্রামীন মেলা। গ্রামীন এই মেলা গুলোই আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্যের কথা। এ মেলাই আবার ধারন করে আমাদের চেতনাকে জাগ্রত করে জাতি স্বত্তাকে।