বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক কর্মচারী ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর কাছে থাকা পিডিবির অবৈধ গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার থেকে পিডিবির সামনে থেকে তার গাড়ি জব্দ করে দুদক কর্মকর্তারা। জব্দ করা গাড়িটি হচ্ছে- সিলেট মেট্রো-ঘ-০২-০০৩৩ । সিবিএ সভাপতি জহিরুল ইসলাম অবৈধভাবে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে ৯ বছর ধরে গাড়িটি ব্যবহার করতেন বলে দুদক সূত্রে জানা গেছে। জহিরুল ইসলাম ২০১৮ সালের ৬ই জুন অবসরে গেছেন। এ সময় তিনি পিডিবির অডিট পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।