ভারতের রাজধানী নয়াদিল্লির করোল বাগের এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে হোটেল অর্পিত প্যালেসে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই হোটেলে আগুন লাগার পর পরই ঘটনাস্থলে দমকল বাহিনীর ২৬টি ইউনিট পৌঁছায়।পরে সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, হোটেলে আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।
মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডুলি চারদিকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হোটেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী।