ব্রেক্সিট চুক্তির বিতর্কত অংশটিতে পরিবর্তন আনতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের কাছ থেকে আরো সময় চাইবেন প্রধানমন্ত্রী টেরিজা মে। ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চুক্তিতে শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য রাজি করানোর চেষ্টার পর মে এ সপ্তাহেই এমপি দের কাছে এ সময় চাইবেন।বিবিসি জানায়, ফেব্রুয়ারির শেষ নাগাদ চুক্তি প্রস্তুত না হলে অন্য বিকল্প বেক্সিট পরিকল্পনার ওপর আরেকটি ভোটের প্রতিশ্রুতি পার্লামেন্টকে দেবেন এমপি’রা।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যেতে (ব্রেক্সিট) ৫০ দিনেরও কম সময় হাতে আছে। ২০১৯ সালের ২৯ মার্চেই ব্রেক্সিট সম্পন্ন হওয়ার কথা। এ দিনটিকে সামনে রেখে ব্রেক্সিট চুক্তির বিতর্কিত আয়ারল্যান্ড ব্যাকস্টপের অংশটিতে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী মে।বুধবারের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে না পারলে মে এর জন্য এমপি দের কাছে আরো সময় চাইবেন। তখন তিনি বিতর্কের জন্য একটি নিরপেক্ষ প্রস্তাব পেশ করবেন।