প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে চ্যানেল আই। ঢাকায় চ্যানেল আই চেতনা চত্বরে আজ শনিবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রকৃতি মেলা। চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে সারাদেশের মত পাবনায় আয়োজন করা হয় বর্নাঢ্য র্যালি। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সকাল ১১টায় পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার প্রেস ক্লাব চত্বরে এসে সমবেত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক কাজী সাজ্জাদ ইকবাল লিটন, সাবেক সভাপতি এডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, ওসাকার নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি, গবেষক ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ফ্রান্স প্রবাসী আমিরুল আরহাম, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, বেসকারি উন্নয়ন সংগঠন ওসাকার উপপরিচালক সাংস্কৃতিক কর্মী মাজহারুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল জব্বার, পাবনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জিকে সাদী, যুগান্তর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক সাংস্কৃতিক সংগঠক ভাষ্কর চৌধুরী, দীপ্ত টিভির সাংবাদিক সৈয়দ পাপুল, বাসসের সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, এস এম আলম, নির্মাতা মামুন হোসেন, সাংস্কৃতিক কর্মী মৌসুমী, শেলী খাতুন, ইরফান, তালহা, বৃষ্টি খাতুন প্রমুখ।