জীবনের দৈর্ঘ্য ছোট, স্বপ্নগুলো বড় বড় । চাওয়া পাওয়ার দাবা ঘরে চলে কিস্তির দান । কখনো বড়ে কাটে, কখনো হাতি হারায় । কখনো মন্ত্রী হারানোর টোপ গেলায়, বিনিময়ে রাজাকে ঘিরে খায় । জীবন এক নিরন্তর জুয়া খেলা । জীবন গদ্য তাসের দানের এক নির্বাক যুদ্ধ । কখনো নিজের সাথে বিবাদ, কখনো পরিস্থিতি, কখনো দেখা, কখনো নিজেকেই বোঝা একাকী যোদ্ধার এক মানস যাত্রা । “প্রাপ্তি টা তার সুখ থামায়, না প্রাপ্তি তার দম কেড়ে নেয় । দ্বন্দ্বের নিরসন হয় না, করে না । কারণ, দ্বন্দ্বই জীবন ।” সত্যিকার লেখা হলো দংশন ৷ শব্দের চাবুক । ব্যথা পেলে উপশম খুঁজে ৷ জীবন গদ্য এমনই এক আরোগ্য নিকেতন ।
বই : জীবন গদ্য
লেখক : অপূর্ব চৌধুরী
প্রকাশনী : চৈতন্য প্রকাশনী
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
স্টল নং : ৫৩৫ – ৫৩৬
লেখক পরিচিতি : অপূর্ব চৌধুরী । চিকিৎসক এবং লেখক । জন্ম বাংলাদেশে, বসবাস ইংল্যান্ডে । উল্লেখযোগ্য বই- অনুকথা সিরিজ এবং জীবন গদ্য