কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার রোহিঙ্গা রোগে আক্রান্ত হয়েছে। এলাকাবাসী জানায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের প্রায় ৩২টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এসব ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এইডস, ডিপথেরিয়ার মতো মরণব্যাধি রয়েছে। এ ছাড়া হাম, যক্ষ্মাসহ নানা রোগেও আক্রান্ত হচ্ছে রোহিঙ্গারা। এবার নতুন করে ক্যাম্পে জলবসন্ত ছড়িয়ে পড়ছে। ছোঁয়াচে এই রোগ ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে রোহিঙ্গারা।
বালুখালী ক্যাম্পের ব্লক-৯-এর লালু মাঝি জানান, হঠাৎ করে ক্যাম্পের কয়েকটি ঘরে জলবসন্ত রোগ দেখা দেয়। পরে এই রোগ ১৫টি ঘরে ছড়িয়ে পড়ে। বসন্ত রোগ ছড়িয়ে পড়ার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, বসন্ত রোগের প্রাদুর্ভাব ভয়াবহ হতে পারে।
তবে কক্সবাজার মেডিকেল কলেজের প্রভাষক ডা. জাহেদুল মোস্তফা জানান, বসন্ত রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি এখন মরণব্যাধি রোগ নয়। সামান্য চিকিৎসা আর সচেতন হলেই এ রোগ থেকে সহজে রেহাই পাওয়া যায়।এদিকে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. আবদুল মতিন জানান, গত ২২ ডিসেম্বর ক্যাম্পে প্রথম বসন্ত রোগ দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার রোহিঙ্গা বসন্ত রোগে আক্রান্ত হয়। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে অনেকে।
এই রোগ নিয়ে আতঙ্ক না হতে সবার দৃষ্টি আকর্ষণ করে চিকিৎসক বলেন, বসন্ত রোগে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি। এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্য সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, বসন্ত রোগ নিয়ন্ত্রণে ও রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। আগামী এক মাসের মধ্যে এ রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।