মেধাবী শিক্ষার্থী ও উপজেলা মেদিনীমন্ডল ইউনিয়নের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী নীরব হোসেন (১৬)কে’ পরিকল্পিত ভাবে হত্যাকান্ডের বিচার ও ফাঁসির দাবীতে সোমবার সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এই আধা ঘন্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ সহ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
সকাল ১১ টা থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতুর কুমারভোগ পুর্নবাসন কেন্দ্রের প্রথম গেইটের সামনে এ অবরোধ সৃষ্টি করে মাওয়া,কুমারভোগ ও মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ এলাকাবাসী । প্রায় এক ঘন্টা পর বেলা ১১ টার দিকে প্রশাসনের হস্ত্যক্ষেপে শিক্ষার্থী ও এলাকা বাসী অবরোধ তুলে নেয়। এদিকে, অবরোধের মুখে ঢাকা-মাওয়া মহাসড়কে দীর্ঘ এক ঘন্টা ব্যাপি যানবাহন চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে নিরবকে তার দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে সে আর ফিরে আসেনি। একদিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুমারভোগ পূর্নবাসন এলাকার একটি ডোবা থেকে নিরবের লাশ উদ্বার করা হয়। এ ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেফতার করে মুন্সীজঞ্জ জেল হাজতে পাঠিয়েছে লৌহজং থানা পুলিশ ।