দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সঙ্গে বড় সহযোগী হিসেবে কাজ করছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহ্যাব। আবাসন মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করেন রিহ্যাব কর্মকর্তারা।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ‘রিহ্যাব ফেয়ার-২০১৯’ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই মেলার উদ্বোধন করা হবে। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় সিঙ্গেল টিকেট ৫০টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য একশত টাকা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (দ্বিতীয়) মো. আনোয়ারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরী, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (তৃতীয়) কামাল মাহমুদ, নাইমুল ইসলাম, ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত, শামসুজ্জোহা প্রমুখ।
আনোয়ারুজ্জামান বলেন, বর্তমান এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করার লক্ষ্যকে সামনে রেখেই তিন দশক ধরে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে আবাসন প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্যরা।সরকার এবং রিহ্যাব সদস্যদের নানামুখী কার্যক্রমের স্বল্প ও মধ্যবিত্ত সবার জন্য একটি স্বপ্নিল আবাসনের স্বপ্ন পূরণে রিহ্যাব সব সময়ই দৃঢ় প্রত্যয়ী।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আবাসন ব্যবসায়ীরা বেসরকারিভাবে যদি এগিয়ে না আসতো তা হলে ঢাকাসহ সারাদেশে এতো সুন্দর সুন্দর নান্দনিক ভবন তৈরি করা সম্ভব হতো না।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে আমাদের কয়েকজন রিহ্যাব সদস্য অল্প জায়গায় কনডোমোনিয়াম প্রজেক্ট তৈরি করছেন। যেখানে এক সঙ্গে অধিক সংখ্যক নাগরিক সব ধরণের আধুনিক সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং ভবিষ্যতে আরও পাবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ‘বিশ্বের ক্রমবর্ধমান মেগা সিটিগুলোর মধ্যে ঢাকা এখন অন্যতম। জাতিসংঘের তৈরি ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রোসপেক্টাস: দ্য ২০১৪ রিভিশন’ প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের ষষ্ঠ জনবহুল নগরী। আর তখন লোকসংখ্যা হবে দুই কোটি ৭০ লাখ। আর শহরমুখী মানুষের জীবন ও জীবিকার প্রয়োজন মেটাতে রাজধানী ঢাকাসহ সারাদেশে রিহ্যাবের ১০১৫টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান তাদের মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে পরিকল্পিত নগর নির্মাণে।