দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম মোল্লা (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। প্রবাসী সিরাজুল মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচর গ্রামের মৃত হাজী নুরউদ্দিন মোল্লার ছেলে। নিহতের স্বজনরা জানায়, ২৫ জানুয়ারি রাতে বাংলাদেশি ব্যবসায়ী সিরাজুল মোল্লা দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমো এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে বহনকারী গাড়ি গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নামতে অসম্মতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাতারি গুলি করে। এতে সিরাজুলের পেটে ও পায়ে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজুলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত লাশ দেশে ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

নিহতের ভাই মাসুদুর রহমান বলেন, দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমো এলাকায় আমার ভাইকে গুলি করে সন্ত্রাসীরা। এক বছর পূর্বে আরেকবার ছিনতাইকারীদের হাতে পড়েছিল সিরাজুল। সন্ন্যাসিরচর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ঘটনাটি শুনে আমি খুব মর্মাহত। আমিও সরকারের কাছে দাবী জানাই ছেলেটির লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনে।

সাবরীন জেরীন মাদারীপুর জেলা সংবাদদাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here