টিভিতে জয়ার ‘দেবী’

0
99

দেশ-বিদেশের রূপালি পর্দা জয়ের পর এবার ছোটপর্দায় দেখানো হবে অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত সিনেমা ‘দেবী’। তাও আবার পরপর দু’দিন। জানা গেছে, পয়লা ফাল্গুন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে এটি। গত বছর অক্টোবরে মুক্তি পাওয়া ছবিটি এখনও সমানতালে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে। গত ২৭ জানুয়ারি ‘দেবী’ ১০০তম দিন পূর্ণ করলো।

অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘শুরু থেকেই দেবীর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। তাই পরপর দু’দিন ছোট পর্দার দর্শকদের জন্য ছবিটি দেখার ব্যবস্থা করেছে তারা। যেসব দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সময় পাননি বা আমাদের কাছে যারা জানতে চেয়েছেন, কবে ছবিটি ঘরে বসে দেখা যাবে? তাদের জন্যই আমাদের এই আয়োজন।’ জয়া আরও জানান, খুব শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ‘দেবী’ ছবিটি।

অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here