সৌদিতে হঠাৎ বন্যা ও ধূলিঝড়

0
69

ভারী বৃষ্টিপাত ও ধূলিঝড়ে সৌদি আরবে বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে দেখা দিয়েছে দারিদ্র্য, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় গতকাল সোমবার জনগণকে সতর্কভাবে চলাফেরা করতে বলেছে দেশটির কর্তৃপক্ষ।

আরব নিউজে বলা হয়, গত রোববার ও সোমবার সৌদি আরবের উত্তর এবং পশ্চিম অঞ্চলে বৃষ্টি হয়। একই সময় জনবসতিপূর্ণ এলাকাতে পুরো আকাশে ধূলো ছড়িয়ে পড়ে। এদিকে বন্যার জন্য তাবুক, আরার ও আল-জাউফের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। তবে দেশটির রাজধানী রিয়াদসহ অন্যান স্থানে বন্যা কম দেখা গেছে। অন্যদিকে বন্যা ও ধূলিঝড়ের ফলে সম্ভাব্য ফ্লাইটগুলো বিলম্বিত ও বাতিল হওয়ার আশঙ্কায় যাত্রীদের নজর রাখতে বলেছে জেদ্দার কিং আব্দুল্লাহ আন্তর্জাতিক এয়ারপোর্ট।

সিভিল ডিফেন্স বলছে, তাবুক ও আল-জাউফ থেকে ৬৫ জন ও দুবা থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জনগণকে গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here