জিরোনাকে তাদের নিজের মাঠেই ২-০ গোলে পরাজিত করে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। কোপা দেল রের ম্যাচে না খেলা লিওনেল মেসি এদিন মাঠে ফিরেই গোল পেয়েছেন। অন্য গোলটি করেছেন পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদা। সেপ্টেম্বরে ন্যু ক্যাম্পে জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানো কাতালানরা এদিন পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
ম্যাচের নবম মিনিটে সেমেদার গোলে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের ভেতর জিরোনার ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি।
মাচের ৫১ মিনিতে লুইস সুয়ারেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জিরোনার উরুগুইয়ান ডিফেন্ডার বার্নার্দো এসপিনোসা। এই সুযোগে চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। ৬৮ মিনিটে চমৎকার গোল করে ২-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন মেসি। জর্ডি আলবার পাসে দারুণ বুদ্ধিমত্তায় আলতো চিপ করে সামনে এগোতে থাকা প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।
এই জয় নিয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সবার ওপরে আছে বার্সেলোনা।