মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে বিরোধীদল জাতীয় পার্টি তাদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়তে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ। এর আগে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব ববি হাজ্জাজের রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) ছিলেন।
জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মধ্যে গতকাল রোববার ও আজ সোমবার মনোনয়ন বিতরণ করা হয়। এর মধ্যে মেয়র পদে দুটি ও কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। সংরক্ষিত মহিলা ওয়ার্ডে একজন নারী কাউন্সিলর প্রার্থীও আছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শাফিন আহমেদ ছাড়াও জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করেন। আগামীকাল ২৯ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।