নওগাঁয় কথিত ডাক্তারের ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা

নওগাঁয় কর্মস্থলেই কথিত ডাক্তারের যৌন লালসার শিকার হয়েছেন এক নারী। যৌন নিপীড়নের যন্ত্রণা সইতে না পেরে বিষপানে আত্মহননে পথ বেছে নেন খাতিজা আকতার (৩০)। খাতিজা মারা যাবার পর তার ফোনরেকর্ড থেকে যৌন নিপীড়নের বিষয়টি স্পষ্ট হওয়ায় পুলিশ কথিত ডাক্তার হেলাল আহম্মেদ লিটনকে গ্রেপ্তার করেছে। আলোচিত এ ঘটনাটি নওগাঁ শহরের পাটালির মোড় এলাকার। ধর্ষণের শিকার খাতিজা শহরতলীর আরজী নওগাঁ মদ্যপাড়ার রাজমিস্ত্রি জাহাঙ্গীর আলমের স্ত্রী। ধর্ষক হেলাল আহম্মেদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার কলা বাড়িয়া শিবপুর গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম সরদার।

নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই ও খাতিজার স্বজনরা জানান, ৫ বছর আগে শহরের পাটালীর মোড়ে জনৈক শাহিন হোসেনের বাসার দুটি রুম ভাড়া নিয়ে সেখানে পাইলস্ কিউর সেন্টার খোলেন হেলাল। এখানে গত ৩ সপ্তাহ আগে আয়া কাম চেম্বার সহকারি হিসেবে চাকরি নেন এক সন্তানের জননী খাতিজা আকতার। গত ১৮ জানুয়ারি বিকেল ৫ টার দিকে হেলাল তার চেম্বারের ভিতরে খাতিজাকে ধর্ষণ করে। খাতিজার জা আয়েশা সিদ্দিকা জানান, ধর্ষণের শিকার হয়ে প্রাণচঞ্চল খাতিজা নিরব হয়ে যান। খাতিজার হঠাৎ এমন পরিবর্তনের বিষয় চোখে পড়ায় অনেক পীড়াপীড়ি করলে সে জানায় হেলাল তাকে ধর্ষণ করেছেন। এ লজ্জায় স্বামী, সন্তান বা অন্য কারও দিকে তাকাতে পারছে না। এক পর্যায়ে সে রোববার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিষপান করলে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এই হাসপাতালে গত ২২ তারিখ মধ্য রাতে মারা যায় খাতিজা।

খাতিজার স্বামী জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্ত শেষে ২২ জানুয়ারি খাতিজাকে দাফনের পর খাতিজার মোবাইল ফোনে ওই কথিত ডাক্তার একাধিকবার ফোন করেন; কিন্ত আমি ফোন ধরিনি। কৌতুহল বশতঃ ফোন চেক করতে গিয়ে ফোনে পাওয়া যায় তাকে ধর্ষণের বর্ণনাসহ রেকর্ড। মোবাইল ফোনে খাতিজা বাড়িওয়ালার কাছে (যে বাড়িতে হেলালের চেম্বার) শাহিন হোসেনকে ধর্ষণের বিষয়টি জানান। পরে বিষয়টি নওগাঁ সদর থানায় অবহিত করলে পুলিশ খাতিজার বাবাকে বাদি করে এ বিষয়ে একটি মামলা নিয়ে শুক্রবার ডাক্তার হেলাল আহম্মেদকে গ্রেপ্তার করে। খাতিজার মা সাহানাজ খাতুন কান্নাজরিত কণ্ঠে বলেন, ওই ডাক্তার আমার ৫ বছর বয়সী নাতনী জামিয়া খাতুনকে মা হারা করেছে। আমি তার উপযুক্ত শাস্তি চাই। নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার ভোরে হেলালকে তার পাটালীর মোড়ের চেম্বার থেকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে খাতিজাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন হেলাল। খাতিজার স্বজনরা তার শাস্তি দাবি করেছেন।

মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here