সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ভারতরতেœ ভূষিত হওয়া ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ জানুয়ারি)এক বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে শুক্রবার (২৫ জানুয়ারি) দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ তিনজনকে ভারতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা ভারতরতœ পুরস্কারে ভূষিত করে। এদিকে পুরস্কার ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনটি টুইট পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন প্রণব মুখার্জিসহ তিনজনকে। মোদী বলেন, প্রণব দা আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনায়ক।
১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতরতœ পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।