প্রধানমন্ত্রীর কার্যালয়ের দোহাই দিয়ে মাছ নিয়ে গেলেন মেয়র

0
58

কুয়াকাটা টুরিস্ট পুলিশের এসআই শাহ-আলমের কিনে রাখা কোরাল মাছ নিয়ে গেছেন কুয়কাটা পৌরসভার মেয়র আ. বারেক মোল্লা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দোহাই দিয়ে তার মাছ কেড়ে নেয়া হয়েছে- এমন আভিযোগ ওই পুলিশ কর্মকর্তার। বিষয়টি কলাপাড়া উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন পটুয়াখালী, পুলিশ সুপার পটুয়াখালী, টুরিস্ট পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও দাবি ওই পুলিশ কর্মকর্তার। তবে কোন পুলিশ অফিসারের মাছ নেয়া হয়নি এমন দাবী কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লার। ঘটনাটি কলাপাড়া ছাড়িয়ে গোটা জেলায় টক অব দা টাউনে পরিনত হয়েছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে মেয়রের লোকজন।

এসআই শাহ-আলম জানান, পহেলা ফেব্রুয়ারি তার ভাইয়ের মেয়ের বিয়ের জন্য ৩/৪দিন আগে ১০ কেজি ৩০০ গ্রাম ও ৬ কেজি ১০০ গ্রাম ওজনের দ’ুটি কোরাল মাছ নগদ ২২ হাজার টাকায় কিনে কুয়াকাটা মাছ বাজারে বশিরের আড়তের ফ্রিজে রাখেন। শুক্রবার বিকালে সেই মাছ বাড়িতে পাঠানোর কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা বলে শুক্রবার দুপুরে বশিরের আড়তে গিয়ে জোরপূর্বক এ মাছ নিয়ে যায় কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা।

এসআই শাহ-আলম আরো জানান, মেয়র মহোদয়কে সবকিছু বলে জোর অনুরোধ করার পরও এ মাছ নিয়ে গেছেন। এক পর্যায়ে মেয়র তাকে বলেন, এই মাছ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে হবে। তাৎক্ষনিক বিষয়টি মহিপুর থানার ওসি সাইদুর রহমান, কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির পুলিশ রেজাউল করিমসহ উর্ধতন কর্মকতাদের অবহিত করা হয়েছে বলে দাবি এসআই শাহ-আলমের। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই দু:খজনক।

এ বিষয়ে জানতে চাইলে আড়তদার বশির জানান, শাহ আলম স্যারের দুটি কোরাল মাছ আমি ম্যানেজ করে দিচ্ছি। তার মাছ পাইলেই তো হয়। শুক্রবার পৌর মেয়র তার দোকান থেকে কোরাল মাছ নিছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র সাহেবতো প্রায় মাছ নেয়। গতকালও কোরাল মাছ নিছে। ওই মাছ শাহ-আলমের ক্রয় করা মাছ কিনা জানতে চাইলে তিনি বলেন, ভাই এসব বাদ দেন। শাহ-আলম স্যারকে মাছের ব্যবস্থা করতেছি। এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা জানান, নগদ টাকায় মাছ ক্রয় করা হয়েছে। কারও মাছ কেড়ে নেয়া হয়নি। এটি আমার বিরুদ্ধে এক জাপা নেতার ষড়যন্ত্র। মাছ কোথায় দিব তা কারও জানার বিষয় নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here