ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বেলা ১১ টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূণ্য রেখায় হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার মো: চান মিয়ার হাতে মিষ্টির প্যাকেট গুলো তুলে দেন ভারতের হিলি বিএসএফ’র কম্পানি কমান্ডার রহিত পাল ও ইউজার সিং । অপরদিকে বিজিবি’র পক্ষ থেকেও বিএসএফ কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
বিজিবি জানায়, প্রতিবছর বিভিন্ন জাতীয় গুলোতে উভয় বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণের রেয়াজ দীর্ঘদিন থেকে চালু আছে। তারই অংশ হিসেবে আজ বিএিসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।এর মাধ্যমে উয় বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি গড়ে উঠবে।এসময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।