বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। শনিবার বিকালে নৌ-সদর দফতরে বাহিনী প্রধানের কার্যালয়ে কমান্ড গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন আওরঙ্গজেব চৌধুরী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, আওরঙ্গজেব চৌধুরীর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আঞ্চলিক কমান্ডারগণ, নারায়ণগঞ্জের ডিইডব্লিউ’র ব্যবস্থাপনা পরিচালক, সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।