কমিউনিটি হাসপাতালে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

0
37

ঢাকার মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।দেড় বছর বয়সী নাইমা জামান নয়ন্তী নামে শিশুটি শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর শনিবার সকালে মারা যায়।পরিবার অভিযোগ করলেও হাসপাতালটির সংশ্লিষ্ট চিকিৎসক অবহেলার কথা অস্বীকার করেছেন।

শিশুটির বাবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা সারোয়ার জামান খান জানান, জ্বরাক্রান্ত মেয়েকে বৃহস্পতিবার কমিউনিটি হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার দাসকে দেখিয়েছিলেন তিনি। তখন ওই চিকিৎসক ওষুধ দিয়েছিলেন। ওষুধে কাজ না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় আবার গেলে ডা. পরিমল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

সারোয়ার বলেন, ভর্তির পর আর কোনো চিকিৎসাই হয়নি। মধ্যরাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে কর্তব্যরত নার্স ডাক্তারকে ডাকা হলে তারা না এসে বলেন ‘পরিমল স্যার’ যা চিকিৎসা দিয়েছেন, তার বেশি কিছু করা যাবে না।এভাবেই আমার শিশুটি কষ্টের মধ্যে রাত পার করে। সকালে শ্বাসকষ্ট আর বেড়ে গেলেও মুখে একটা মাস্ক লাগিয়ে বলা হয়, ডাক্তার না আসা পর্যন্ত আর কিছু করা যাবে না।

এরপরেই আমার মেয়ে হাত-পা ছেড়ে দেওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার পরিমল এসে মৃত ঘোষণা করেন।তার দাবি, রাতে চিকিৎসক দেখে প্রয়োজনীয় চিকিৎসা দিলে বেঁচে যেত নাইমা।ডা. পরিমল জানান, নাইমা ‘ডাউন সিনড্রোমে’ আক্রান্ত ছিল।

ডিএনএ বা ক্রোমোজমের অসামঞ্জস্য নিয়ে জন্ম নেওয়া এই শিশুদের দেখা দিলে নানারকম শারীরিক ও মানসিক ত্রুটি দেখা দেয়, যাকে ডাউন সিনড্রোম বলা হয়।নাইমাকে আগেও চিকিৎসা দেওয়ার কথা জানিয়ে ডা. পরিমল বলেন, এর আগেও শিশুটি ভর্তি হয়েছিল। ভালো হয়ে বাসায়ও ফিরে গিয়েছিল।অবহেলার অভিযোগটি ‘পুরোপুরি সত্য নয়’ দাবি করলেও তবে রাতে কর্তব্যরত কোনো চিকিৎসকের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডা. পরিমল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here