উদ্ভাবনী কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

0
51

শিক্ষাক্ষেত্রে নিজেদের নেওয়া উদ্ভাবনী কার্যক্রম দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।‘ইন্টারন্যাশনাল ডে অব অ্যাডুকেশন’ উপলক্ষে ‘অ্যাডুকেশন ফর পিচ অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে আইইআর। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের সদস্য অধ্যাপক মশিহুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাবির উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় দেরিতে হলেও শিক্ষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনায় বাংলাদেশের মডেল বিশ্বদরবারে তুলে ধরতে হবে। আমাদের সোসাইটি, অ্যাডুকেশন ও পারপেকশন নিয়ে ভাবতে হবে। আমাদের উদ্ভাবনীগুলো বিশ্ব ম-লে ছড়িয়ে দিতে হবে।অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ‘টেকসই উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা অবৈতনিক শিক্ষাকে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here