প্রকল্পের কাজ সময়মত বাস্তবায়ন করতে হবে: এলজিআরডি মন্ত্রী

0
40

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আমরা জনগণকে উন্নয়নের চমক দেখাতে চাই। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অবকাঠামো উন্নয়নে গৃহীত সকল প্রকল্প সময়মত বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রী বুধবার সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির ওপর পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডি-র প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি। এলজিইডি-র মাধ্যমে বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো প্রকল্পসমূহ গ্রামের জীবনযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।

মন্ত্রী বলেন, যেকোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থ-সামাজিক গুরুত্ব বিবেচনায় নিতে হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রে কোন ধরণের ছাড় দেয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হলে জনগণ যথাযথ সুবিধা ভোগ করবে।

সভায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪ হাজার ৩০৮ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ২০৬ টি প্রকল্প বাস্তবায়ন করছে। যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৯৭ টি ও কারিগরী সহায়তা প্রকল্পের সংখ্যা ৯ টি। সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভূক্ত ১১৬ টি প্রকল্পের উপর পর্যালোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here