আশরাফের আসনে দলীয় মনোনয়ন ফরম নিলেন ছোট ভাই শাফায়াতুল

0
48

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম।

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সাবেক সেনা কর্মকর্তা শাফায়াতুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রয়াত সৈয়দ আশরাফের সাবেক ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে গত ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য আসনের সঙ্গেই ভোট হয়েছিল। তাতে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন।ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত আশরাফ গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। দেশে ফিরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ তিনি আর পাননি।

নির্বাচন কমিশন আসনটি শুন্য ঘোষণা করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছেন।

তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।এ উপলক্ষে বুধবার ওই আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।১৯৯৬ সাল থেকে টানা পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।তার অসুস্থতার মধ্যে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন শাফায়াতুলসহ তার অন্য দুই ভাই। তবে দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফকেই প্রার্থী করেছিল তার জন্য ভোট চেয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here