ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এলজিইডির সড়কের পাশে লাগনো ৫৪ টি আকাশমনি গাছ কেটে নিয়েছেন প্রভাবশালী শামছুল হক নামের এক সাবেক মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে সড়কের ঐ গাছগুলো কাটার চ্ষ্টো করছিলেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সড়কের গাছগুলো কাটার পর প্রশাসনের টনক নড়ে। এরই মধ্যে সহকারী কমিশনার ভুমি কামরুন্নাহার শেফা কাঠ স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ভুমি অফিসারকে কাঠ জব্দ করার জন্য আদেশ দিয়েছেন।
ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ- বাবুগঞ্জ সড়কের পাশে রোপনকরা প্রায় আড়াই লাখ টাকার গাছ প্রকাশ্যে শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন নাওগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রভাবশালীল শামছুল হক। প্রকাশ্যে ১০ জন শ্রমিক দিয়ে গাছগুলো কাটলেও কেউ বাধা দেয়নি কাটাগাছ তার সমিলে স্তুপ করে রেখে দিয়েছেন। সড়কের পাশেই এখনো রয়েছে কাটা গাছগুলো গুড়ি। স্থানীয় নাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নির্দেশে ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে ২৫ টি কান্ড ৪৬ টি ডাল জব্দ করেছেন। কেটে নেয়া গাছগুলো স্থানীয় এলজিডি অফিস কেটে নেয়া নেয়া গাছগুলো লাগিয়ে ছিল। এরই মধ্যে গুলো ৫/৬ হাজার টাকা মুল্যের হয়েছিল।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একজন বলেন, শামছু মেম্বার দীর্ঘদিন ধরে গাছগুলো কাটার চেষ্টা করছেন। তার ছেলে ও মেয়ে পুলিশে চাকরী করায় ভয়ে কেউ কিছু বলেন না। এ ঘটনার বিচার না হলে সড়কের গাছগুলো একটাও থাকবে না।
গাছ কেটে নেয়া শামছুল হক জানান, আমি আসলে বুঝি নাই। সরকারী গাছ কাটা যায় না এটাও কি বুঝেন না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন কেটে নেয়া গাছের ৫৪ টি গুড়ি সড়কের পাশেই রয়েছে। আমরা যাওয়ার আগেই তিনি বড় গাছ গুলো সরিয়ে ফেলেছেন। সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার শেফা বলেন, তিনি বিয়টি জানার পর কিছু গাছ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণ শেষ করে আসলেই আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।