ট্রলারডুবি : পাঁচদিনেও খোঁজ মেলেনি ২০ শ্রমিকের

0
33

মুন্সীগঞ্জের মেঘনা নদীপ্রতিদিনের মতোই আজ ৫ম দিনেও চলছে ডুবে -ট্রলার ও নিখোঁজ শ্রমিকের উদ্ধার কাজ । শনিবার সকাল ৮টায় ৫ম দিনের উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো পর্যন্ত সনাক্ত হয়নি ট্রলারের অবস্থান। সকাল হতেই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর ডুবরি দল, ,ফায়ার সার্ভিস, বিআইডাব্লিউটিএ, নৌ পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা। ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনীর ডুবরি দলের সদস্যরা মাঝ নদীতে নোঙ্গর করে নদীর তলদেশে তল্লাসি করছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও ফায়ার সার্ভিসের নৌযান সনাক্তকারী বিশেষ জাহাজ অগ্নিশাসকও রয়েছে উদ্ধার কাজে। একটি টিম নদীর মাঝ বরাবর রশি টেনে অনুসন্ধান চালাচ্ছে। পাশাপাশি বিআইডাব্লিউটিএর সাইড স্কেন টোনার দিয়েও ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান সনাক্ত করার জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত সোমবার ভোর রাত-৩টায় চাঁদপুরের মতলব উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সিমান্তবর্তী কালিপুরা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকারের ধাক্কায় ৩৪ শ্রমিক নিয়ে ডুবে যায় মাটি বোঝাই ট্রলারটি। ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে ১৪ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ২০ শ্রমিক। মাটি নিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে যাচ্ছিলো ট্রলারটি।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান সাদি জানান, সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। এখন পর্যন্ত ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। সম্ভাব্য স্থানগুলোতে তল্লাসি চালানো হচ্ছে। যদি ট্রলারের মাঝিকে গ্রেফতার করা যেতো তাহলে ডুবে যাওয়া ট্রলারটির সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হতো।অন্যদিকে শুক্রবার রাতে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম বাদী হয়ে ডুবে যাওয়া ট্রলারের মালিক এবং সারেং সহ ৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here