যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমান শপথ নিয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) জর্জিয়া স্টেট সিনেট হাউসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ তিনি। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে আসাল’র (আলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার) আজীবন সদস্য শেখ রহমান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দুই বছর মেয়াদি সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন।
রিপাবলিকানদের রাজ্য জর্জিয়ায় প্রথম নির্বাচিত শেখ রহমান কিশোরগঞ্জের সন্তান। তিনি ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটিরও নির্বাহী সদস্য। শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ রহমানের পরিবারের সদস্য ছাড়াও আসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারি এম করিম চৌধুরী, জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনসহ কমিউনিটির নেতৃবৃন্দ ছিলেন।