ফেনীর পরশুরামের মির্জানগর ও চিথলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সোমবার রাতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচন পরবর্তী পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনে পুন:নির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি একটি বাণিজ্যিক দলে পরিণত হয়েছে। তাঁরা নির্বাচন আসলে মনোনয়ন বাণিজ্যে মগ্ন থাকেন। বিএনপি দেশ ও জনগণের ধার ধারে না। তাঁরা শুধু বাণিজ্য আর বাণিজ্য নিয়েই পড়ে থাকে। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিয়ে উচিত জবাব দিয়েছে জনগণ। নির্বাচনে মনোযোগ না দেয়াতে ভরাডুবি হয়েছে বিএনপির। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের গ্রামগুলোতে শহরের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করে যাবো।
পৃথক মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী।
বক্তব্য রাখেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, পরশুরাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সফিকুল হোসেন মহিম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন বাঁধন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাকিব, মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল বারী মনছুর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন।
নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি শিরীন আখতার এমপি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, বাজার কমিটির নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।