ভবিষ্যতের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই : তৌফিক-ই ইলাহী

0
0

দেশের উন্নয়নে সবাইকে সৃষ্টিশীল কর্ম ও চিন্তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। তিনি বলেন, আমাদের সেবা পৌঁছাতে হবে জনগণের দোরগোড়ায়। আমরা ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৫জানুয়ারি)দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।এসময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডেসকো, আরইবিসহ বিভিন্ন বিদ্যুৎ বিরতণী কোম্পানির প্রধানরা উপদেষ্টাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের ভাগ্য-উন্নয়নে কাজ করেছেন। তাই আমরা যদি সাধারণ মানুষের জীবনের উন্নয়নে কাজ করি, এটা জীবনের পাথেয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড.আহমেদ কায়কাউস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here