পছন্দের এপিএস পেলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

0
37

নিজেদের পছন্দমতো সহকারী একান্ত সচিব (এপিএস) পেয়েছেন পাঁচ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। আজ সোমবার এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন তাদের পদে বহাল থাকবেন অথবা যতদিন এপিএসদের রাখার ইচ্ছা পোষণ করবেন ততোদিন তারা কাজ করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পছন্দমতো সহকারী অধ্যাপক আবুল তাহের মো. মহিদুল হককে তার এপিএস হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এপিএস হিসেবে পেয়েছেন কে এম সিংহ রতনকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের এপিএস হয়েছেন মনির হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন তার ইচ্ছা অনুযায়ী কবিরুজ্জামান চৌধুরীকে এপিএস করেছেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার এপিএস করেছেন মো. রিদওয়ানুল করিম চৌধুরীকে (সায়েম)। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন শামীম আহাম্মদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here